Monday, February 15, 2010

হাসিব সাহেবের প্রথম সন্তান লাভের সংবাদের সাথে অভিনব উপহার




সন্তান দুনিয়াতে আসার পর পিতা-মাতার অনুভূতি ভাষায় বর্ণনা করা অসম্ভব। পিতা তার সন্তান লাভের সুসংবাদ আত্মীয়-পরিজনের কাছে পৌঁছাতে সাধারণত মিষ্টি পাঠিয়ে থাকেন। কিন্তু হাসিব সাহেব ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন। ঢাকা নগরীর নামকরা ‘খানা-খাজানা’র মিষ্টির সাথে তিনি আত্মীয়-পরিজনের কাছে পাঠালেন চমৎকার ইসলামী ক্যালিগ্রাফি। তার এ অভূতপূর্ব উপহারে সবাই খুব খুশি। তিনি আমাকে ফোন করে সে কথা জানালেন এবং আমার জন্য পাঠালেন মিষ্টির সাথে মধ্যপ্রাচ্যের খ্যাতনামা ব্রান্ডের আতর।


হাসিব সাহেবের এই চমৎকার আইডিয়া আমাকে অভিভূত করেছে। দুই দিন ও দুই রাত বিরতিহীন হাত চালিয়ে পঁচিশটি ক্যালিগ্রাফি করেছি মনের তাগিদেই। উপহার হিসেবে ক্যালিগ্রাফি সত্যিই অনন্য। - মোহাম্মদ আবদুর রহীম

Featured Post

Calligraphy Class started for Biggeners

I started new year Calligraphy Class. Today is 2nd class. Any person of no boundary on ages, can learn calligraphy, if he or she interes...