Thursday, December 12, 2019
Artist Monirul Islam and calligraphy
একটি ক্যালিগ্রাফি বই ও একজন শিল্পী : কিছু স্মৃতি কিছু কথা
বহু বছর আগে, ক্যালিগ্রাফি বিষয়ক বইপত্র সংগ্রহ করি অনেক জরুরী খরচ বাঁচিয়ে। নিউ মার্কেটের জিনাত লাইব্রেরিতে একটা বই পেলাম, প্রায় দশ হাজার টাকা দাম সেটার। কি করি! বইটা খুব পছন্দ হয়ে গেল। বহু কষ্টে হাজার দুয়েক টাকা জোগাড় করে বায়না দিয়ে আসলাম। একমাস পর গিয়ে আরো কিছু টাকা দিয়ে আসলাম। তারপর প্রায় তিনমাস পরে বইটা আনতে পারলাম। সেই বইয়ে বাংলাদেশের স্পেন প্রবাসী শিল্পী মনিরুল ইসলামের কথা জানতে পারলাম। তখন ইন্টারনেটের খোঁজ পাই নাই। শিল্পী মনিরকে দেখার খুব আগ্রহ। তারপর হঠাৎ একদিন জানতে পেলাম ধানমন্ডির একটি গ্যালারিতে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী। সেখানে গিয়ে তাঁর দেখা পেলাম না। পরদিন সন্ধ্যায় তার সাথে দীর্ঘ আলাপ হল। দৈনিক সংগ্রামে সেই সাক্ষাতকার ছাপা হল। এরপর ক্যালিগ্রাফি প্রদর্শনিতে তাঁর দুটো শিল্পকর্ম প্রদর্শনের জন্য আনলাম ধানমন্ডিতে তাঁর ফ্লাটে গিয়ে। যতবার তাঁর সাথে সাক্ষাত হয়েছে, ততই ভালবাসা আর শ্রদ্ধা মুগ্ধতা গাঢ় হয়েছে।
আল্লাহপাক তাঁকে নেক হায়াত দান করুন।
আল্লাহপাক তাঁকে নেক হায়াত দান করুন।
calligraphy competition
ক্যালিগ্রাফি প্রতিযোগিতা:
ক্যালিগ্রাফি কলম দিয়ে ক্যালিগ্রাফি করেন, তাদের জন্য সুখবর !!
বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিমাসে ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটি পুরস্কার দেয়া হবে।
রবিউস সানি ১৪৪১ মাসের ১ম প্রতিয়োগিতায় অংশ নিয়ে জিতে নিন ৫০০/- (পাঁচশত টাকা)
নিয়মাবলী :
১. ক্যালিগ্রাফি কলম দিয়ে ১৫-২০ ইঞ্চি কাগজে যে কোন কালি দিয়ে লিখতে হবে।
২. শৈলী- সুলুস জালী, আয়াত- ছবিতে দেয়া আছে
৩. গোলাকার বা ডিম্বাকার শেইপে করতে হবে
৪. ২৫ রবিউস সানী ১৪৪১হিজরী মাগরিব পর্যন্ত কাজ পাঠানোর শেষ সময়।
৫. কাজের ভালো রেজুলেশন (জুম করে কলমের স্ট্রোক যাতে বুঝা যায়) ছবি আমার ইনবক্সে পাঠাবেন।
৬. ২৭ রবিউস সানী ১৪৪১হিজরী বাদ মাগরিব ফল প্রকাশ করা হবে। সবার ক্যালিগ্রাফির ছবি দেখানো হবে।
৭. ২৮ রবিউস সানী ১৪৪১হিজরী পুরস্কার দেয়া হবে।
৮. যোগাযোগ : ০১৮১৯৬৭৬০২৭
১. ক্যালিগ্রাফি কলম দিয়ে ১৫-২০ ইঞ্চি কাগজে যে কোন কালি দিয়ে লিখতে হবে।
২. শৈলী- সুলুস জালী, আয়াত- ছবিতে দেয়া আছে
৩. গোলাকার বা ডিম্বাকার শেইপে করতে হবে
৪. ২৫ রবিউস সানী ১৪৪১হিজরী মাগরিব পর্যন্ত কাজ পাঠানোর শেষ সময়।
৫. কাজের ভালো রেজুলেশন (জুম করে কলমের স্ট্রোক যাতে বুঝা যায়) ছবি আমার ইনবক্সে পাঠাবেন।
৬. ২৭ রবিউস সানী ১৪৪১হিজরী বাদ মাগরিব ফল প্রকাশ করা হবে। সবার ক্যালিগ্রাফির ছবি দেখানো হবে।
৭. ২৮ রবিউস সানী ১৪৪১হিজরী পুরস্কার দেয়া হবে।
৮. যোগাযোগ : ০১৮১৯৬৭৬০২৭
Subscribe to:
Posts (Atom)
Featured Post
Calligraphy Class started for Biggeners
I started new year Calligraphy Class. Today is 2nd class. Any person of no boundary on ages, can learn calligraphy, if he or she interes...
-
Mohammad Abdur Rahim's Calligraphy work তুরস্কে ওআইসি'র সাংস্কৃতিক বিভাগ রিসার্স সেন্টার ফর ইসলামিক হিস্ট্রি, আর্ট ...
-
_______3rd Part_______ In Calligraphy Arena of BANGLADESH Dedicated artistic works and contribution of Mohammad Abdur Rahi...