Tuesday, August 5, 2014

মাইজভান্ডারে নকশা ও ক্যালিগ্রাফি

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ২০১৪ সালে নকশা ও ক্যালিগ্রাফি সংযোজন করা হয়। বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশন সাফল্যের সাথে এ কাজ সম্পন্ন করে।

Calligraphy and Design inside of Darbar.
ভেতরের নিচের রীমে সুরা ইয়াসিন এবং উপরের রীমে সুরা রাহমানের আয়াতাংশ কুফি মুজাখরাফাহ লিপিতে করা হয়।

Kufi Muzakhrafah style. Sura Yasin.
বাইরের রীমে সুরা কাহফ সুলুস লিপিতে করা হয়। এখানে প্লাস্টার কাটাই পদ্ধতিতে কাজ করা হয়। আর রঙ হিসেবে এক্রিলিক ব্যবহার করা হয়েছে। চাপাইয়ের ওস্তাগরেরা এই প্লাস্টারের কাজ করেছে। ক্যালিগ্রাফি ও নকশা করেছেন মোহাম্মদ আবদুর রহীম।


No comments:

Featured Post

Calligraphy Class started for Biggeners

I started new year Calligraphy Class. Today is 2nd class. Any person of no boundary on ages, can learn calligraphy, if he or she interes...