ক্যালিগ্রাফি শিক্ষা : দেশে বিদেশে
----------- মোহাম্মদ আবদুর রহীম
শিল্পকলার বনেদি অংশ ক্যালিগ্রাফি। হাজার বছর ধরে বিভিন্ন দেশের শিল্পকলায় ক্যালিগ্রাফি শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে। এশিল্প শিক্ষার মৌলিক উপকরণ হল- কাগজ, কালি, ক্যালিগ্রাফি কলম ও বই।
ক্যালিগ্রাফির শেখার বই দু'রকম। তত্ত্বীয় ও ব্যবহারিক।
বিভিন্ন দেশে ক্যালিগ্রাফির ইনস্টিটিউট, প্রতিষ্ঠান, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এশিল্প শিক্ষার সুযোগ আছে।
সুতরাং এশিল্পটি শেখার জন্য আমাদেরকে একাডেমিক লেভেলকে অগ্রাধিকার ও গুরুত্ব দিলে আন্তর্জাতিক পর্যায়ে আমরা দ্রুত স্থান করে নিতে পারবো।
ক্যালিগ্রাফি শেখার বইপত্র নিয়ে কিছু কথা হল, যেহেতু এটা ওস্তাদ নির্ভর একটি শিল্পকলা, এজন্য ওস্তাদ ক্যালিগ্রাফারের নিজের লেখা কিতাবকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। আধুনিক ক্যালিগ্রাফিতে মিশরের সাইয়েদ ইবরাহীম, ইরাকের হাশেম মুহাম্মদ আল বাগদাদি, আব্বাস শাকের বাগদাদি, তুরস্কের মুহাম্মদ শাওকী আফেন্দি, বাংলাদেশের মুখতার আলম(কাবা শরীফের গিলাফের ক্যালিগ্রাফার), মাসউদ আল মাক্কি, মোহাম্মদ আবদুর রহীম, চীনের হাজি নুর দীন প্রমুখ নিজের কিতাব দিয়ে তালিমুল খত্তিল আরাবি কোর্স করান বা করানো হয়। এছাড়াও আরও ওস্তাদ আছেন যারা অন্যের কিতাব ফলো করে তালিম দিয়ে থাকেন।
অনলাইনে ক্যালিগ্রাফির কোর্স অনেকে শুরু করেছেন। মাশা আল্লাহ! এটা অনেক আশাপ্রদ বিষয়। একটু খোঁজ খবর নিয়ে জানা গেল, এর অধিকাংশ কোর্স আন্তর্জাতিক মান তো দূরে থাক, সাধারণ শিক্ষণ নীতিমালা সেখানে ফলো করা হচ্ছে না। এতেকরে সাধারণ শিক্ষার্থী বিভ্রান্ত হচ্ছেন। এমনকি যাকে এডভ্যান্স কোর্স সার্টিফিকেট দেয়া হচ্ছে, তিনি সুলুস শৈলীর একটা আলিফই লিখতে পারেন না। অভিযোগ আছে, কেউ কেউ বলছেন, ক্যালিগ্রাফি শিক্ষায় নাকি ক্যালিগ্রাফি কলমের কোন দরকার নেই?¡! কি ভয়ঙ্কর কথা!!! তাহলে তো এ প্রশ্ন ওঠা স্বাভাবিক যিনি এসব কথা বলে ক্যালিগ্রাফি কোর্স করাচ্ছেন, আসলে তিনি নিজেই ক্যালিগ্রাফার নন। এজন্য ক্যালিগ্রাফি যিনি শেখাচ্ছেন, তার উস্তাদ কে, সনদ আছে কি না, তা যাচাই করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একাডেমিক সনদ ছাড়া এ শিল্পশিক্ষাটি নৈরাজ্যে ভরে উঠবে।
আশাকরি যারা ক্যালিগ্রাফি শিখবেন ও শেখাবেন, বিষয়টি বিবেচনা করবেন।