Wednesday, July 15, 2020

Calligraphy classwork : Harf and Lafz (letter and word)

ক্লাস ওয়ার্ক : হরফ ও লফজ

স্বল্প মেয়াদি কোর্সে কোন বিষয় শেখা বা শেখানো আর অচেনা পাহাড় ডিঙ্গানো সমান কথা। আর সেটা যদি ক্যালিগ্রাফি শিল্প হয়। আল্লাহপাকের অশেষ মেহেরবানী শিক্ষার্থীরা যে বিষয়টি অনুধাবন করতে চেষ্টা করছেন ও আনন্দ পাচ্ছেন, এতে আশার সঞ্চার হচ্ছে, একদিন এদের ভেতর থেকে আলো বেরিয়ে চারদিক উজ্জ্বল করে তুলবে।
রঙের ক্লাসে আমরা কম্পোজিশন নিয়ে কথা বলেছি, কোন ম্যাটেরিয়ালের কি ফিচার আর সহজ ব্যবহার বিধি, তা নিয়ে আলোচনা করেছি, গল্পের ছলে নান্দনিক বিষয়ে কিছু বলার চেষ্টা করেছি। অবাক হয়েছি, গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন পেয়ে, যা এই কোর্স করানোর আগে কেউ করে নাই। টেক্সট আর জায়গার অনুপাতে স্ট্রোকের পুরুত্ব বা চওড়া কেমন হলে তা নান্দনিক হয়!
আমরা কাজ করতে করতে যে আন্দাজ অর্জন করি, তা অধিকাংশ সময় ব্যাখ্যা করা যায় না।
তবে ক্যালিগ্রাফির জালিল(জালি) আর খফিফ সেন্স বিষয়ে আমরা খত আল মানসুব থেকে ওস্তাদজীর বয়ানে শিখেছি।
রঙের খেলায় তা আরো মোহনীয় হয়ে ওঠে। প্রতিটি কাজে রঙের প্রয়োগ পদ্ধতি যদি ক্যালিগ্রাফির শৈলি ও দর্শন মোতাবেক করা যায়, তখন সেটা আনন্দদায়ক হয়ে ওঠে।
এই কোর্সের একটি অন্যতম উদ্দেশ্য হলে মানসিক তৃপ্তি লাভের উপলক্ষ সন্ধান।
আজ দুদিনের ক্লাসে হরফ ও লফজ দিয়ে রঙের কোমল পরশে আমরা সেই আনন্দ লাভের কোশেষ করেছি।
হ্যাপি ক্যালিগ্রাফি লার্নিং!!



No comments:

Featured Post

Calligraphy Class started for Biggeners

I started new year Calligraphy Class. Today is 2nd class. Any person of no boundary on ages, can learn calligraphy, if he or she interes...