ক্যালিগ্রাফির মৌলিক ধারা যখন পরিপূর্ণভাবে শিল্পকলায় জায়গা করে নেয়, তখন এর নাম হয় ফান্ন আল খত। আরো পরে এর নাম হয় ফান্ন আল তাকলিদি। মাত্র কয়েক দশক আগে ক্যালিগ্রাফি নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালু হয়। হুরুফিয়া আন্দোলন হয়। পেইন্টিং হতে থাকে। ব্রাশ দিয়ে যেনতেনভাবে হরফ বানিয়ে রঙ করা হতে থাকে। এর নাম হয় ফান্ন তাশকিলি। আমাদের দেশে এই ফান্ন তাশকিলি এখন বেশি দেখা যায়।
Fann al Khatt, Hurufiya, Calligrapher Mohammad Abdur Rahim, Bangladesh
No comments:
Post a Comment