হুরুফিয়া শিল্প আন্দোলন
বিশ শতকের শিল্প আন্দোলনগুলোর মধ্যে হুরুফিয়া শিল্প আন্দোলন ব্যাপক আলোড়ন তুলেছিল। বিশেষকরে ১৯৫৩ সালে আলজেরিয়ান আর্টিষ্ট ক্যালিগ্রাফার হাজি মোহাম্মদ দাহু হুরুফিয়া আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দান করার পর এটি নিয়ে সাড়া পড়ে যায়।
আশির দশকের পর এ আন্দোলনে জোয়ার আসে ইবরাহিম সালাহি, জামিল হামুদি, নাসের আস্সার, হুসেইন জেনদরুদির মত প্রতিভাবান শিল্পীদের কাজের মাধ্যমে।
হুরুফিয়া ইরাক ও ইরান দুটি ধারায় বেশি বিকাশ লাভ করেছে। বিশেষকরে সুফি ধারার ক্যালিগ্রাফার ও শিল্পীরা হুরুফিয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এছাড়া শিয়া প্রভাবিত দেশগুলোতে ক্যালিগ্রাফির এধারাটি বিশেষ আদর কদর পেয়েছে।
সমকালীন ক্যালিগ্রাফিতে মধ্যপ্রাচ্যের কয়েকজন শিল্পী ভিন্ন আঙ্গিক ও কনসেপ্টে কাজ করছেন। এদের মধ্যে মিশরের ইসমাইল আবদু, আমিরাতের মোহাম্মদ মানদি, তাজের হাসান, ইরানের খারাশ ইয়াকুবি অন্যতম। গত শতকের নব্বই দশকে আমাদের উস্তাদ মরহুম শহীদুল্লাহ ফজলুল বারী রহ. কাছে হুরুফিয়া সম্পর্কে জানতে পারি। এরপর এটি নিয়ে আমরা কাজ শুরু করি। বাংলাদেশের অনেকের কাজে হুরুফিয়ার প্রভাব দেখা যায়।
No comments:
Post a Comment