ক্যালিগ্রাফির আকর গ্রন্থ
”জামে মাহাসিন কিতাবাহ আল কুত্তাব”
যারা
ক্যালিগ্রাফি করবেন, বিশেষকরে আরবি ক্যালিগ্রাফি করবেন তাদের জন্য একটি
কিতাব অনুসরণ করা ফরজ। সারা দুনিয়ায় আরবি ক্যালিগ্রাফির প্রাতিষ্ঠানিক
শিক্ষায় বইটি অবশ্য পাঠ্য।
হিজরি ১০ম শতকে বিখ্যাত ক্যালিগ্রাফার
মুহাম্মাদ বিন হাসান আল তিবি ক্যালিগ্রাফির সৌন্দর্য্য বিষয়ক যাবতীয় গোপন
রহস্য উদাহরণসহ চমৎকার বয়ান করেছেন বইটিতে।
বইটি বিশদ ব্যাখ্যাসহ পুণ প্রকাশ করেছে বিভিন্ন দেশের আর্ট সংশ্লিষ্ট সংস্থা।
বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউট বইটিকে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে।
যারা বিশ্বমানের ক্যালিগ্রাফি করতে চান, শিখতে চান, তাদের জন্য ইনস্টিটিউট ব্যবস্থা রেখেছে।
No comments:
Post a Comment