Thursday, October 3, 2019

ISESCO Competition and Exhibition 2012 : A memoar

আইসেসকো প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০১২ : কিছু স্মৃতি কিছু কথা

২০১২ সালের মার্চ-এপ্রিল মাসের কথা। শিল্পী সাইফুল ইসলাম ফোন দিয়ে আইসেসকো প্রোগ্রামের কথা বললেন এবং শিল্পকলায় এবিষয়ে তিনি আমাকে রেফার করেছেন বলে জানালেন। শিল্পকলা থেকে আনোয়ার হোসেন (পরিচালক, চারুকলা বিভাগ) ভাই ফোন দিয়ে বিষয়টি জানালেন। প্রথমে
"ইসলামিক কালচারাল হেরিটেজ অব ঢাকা" বিষয়ক চিত্রকর্ম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটা দু'টি গ্রুপে হয়। আমরা তিনজন-
১. মোহাম্মদ আবদুর রহীম -প্রথম পুরস্কার
২. মাহবুব মুর্শিদ- দ্বিতীয় পুরস্কার
৩. ওসমান হায়াত- তৃতীয় পুরস্কার অর্জন করে।

আর শিল্পী কামরুল হাসান কালন ভাইয়ের ছেলে মোহাম্মদ মুর্শেদও অন্যগ্রুপে প্রাইজ পায়। বাকীদের কথা ভুলে গেছি।
এছাড়া একটা ক্যালিগ্রাফি প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ ক্যালিগ্রাফি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে। ঐ প্রদর্শনিতে শিল্পী আরিফুর রহমান ভাইয়ের একটি শিল্পকর্ম বিদেশী মেহমানকে দেয়া হয়।
ছবি- ১.পুরস্কারপ্রাপ্তদের গ্রুপ ছবি
২. শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকির কাছ থেকে প্রথম পুরস্কারের প্রাইজমানি গ্রহণ করছেন মোহাম্মদ আবদুর রহীম
৩. প্রথম পুরস্কার অর্জনকারী শিল্পকর্ম





No comments:

Featured Post

Calligraphy Class started for Biggeners

I started new year Calligraphy Class. Today is 2nd class. Any person of no boundary on ages, can learn calligraphy, if he or she interes...