Monday, October 14, 2019

Tasweed : Daily practice of a Calligraphist


ক্যালিগ্রাফির তাসউইদ : ক্যালিগ্রাফারের আমলনামা

গত শতকের নব্বই দশকের কথা। ওস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী রহ. তখন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের বিপরীত পাশের ভবনে দারুল ফুনুন নামক অনুবাদ ও আরবি লেখালেখির প্রতিষ্ঠানে বিকেলে বসতেন। প্রতিষ্ঠানটি উনার নিজের। সেখানে প্রায় প্রতিদিন খত শিখতে যেতাম। আর ফজর বাদ কুরআন তেলাওয়াত করে ঘন্টা দেড়েক মগবাজারের মেসে বসে হরফ মশক করতাম। এভাবে খাতার পর খাতা হরফে ভরে যেত। তখন থেকে ক্যালিগ্রাফি বিষয়ক বইপত্র সংগ্রহ করা শুরু করলাম। একদিন এরকম একটি খতের কিতাবে মশক বিষয়ক লেখা পেলাম। তখন জানতে পারলাম, মশক করা কাগজকে তাসউইদ বলে। পরে তুরস্কের বইপত্রেও এটা দেখলাম। সেখানে একে বলে কারালামা। এর অর্থ- কালি দিয়ে কাগজ পূর্ণ করা বা ক্যালিগ্রাফারের মশক করা কাগজ।
পৃথিবীর সব ক্যালিগ্রাফার এটা প্রতিদিন করে থাকেন এবং এতে নাম ও তারিখ লিখে থাকেন, আর এগুলো সংরক্ষন করেন। ফলে পরে পুরনো মশক দেখে বুঝা যায় লেখার কতটা অগ্রগতি হল।
ছবি- আমার মশক করা একটি তাসউইদ পাতা










No comments:

Featured Post

Calligraphy Class started for Biggeners

I started new year Calligraphy Class. Today is 2nd class. Any person of no boundary on ages, can learn calligraphy, if he or she interes...